
ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
বিপিএল মাঠে গড়ানোর আগেই আলোচনার জন্ম দিয়েছে ঢাকা। খেলোয়াড় ড্রাফটের আগের দিন জানা যায়, নির্ধারিত সময়ে ফ্র্যাঞ্চাইজি ফি জমা না দেওয়ায় রুপা ফেব্রিকস ও মার্ন স্টিলকে ঢাকার মালিকানা দেয়নি বিসিবি। এরপর বিসিবিই দল সাজায়। পরবর্তীতে ঢাকার মালিকানা কিনেছে মিনিস্টার গ্রুপ। এবারের বিপিএলে ‘মিনিস্টার গ্রুপ ঢাকা’ নামেই খেলবে ঢাকার দলটি। ২১ জানুয়ারি উদ্বোধনী দিনে ঢাকা তাদের প্রথম ম্যাচ খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে।
বিপিএল শুরুর আগে জেনে নেওয়া যাক কেমন দল গড়লো মিনিস্টার গ্রুপ ঢাকা।
বরাবরের মত এবারো ঢাকার দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহকে ড্রাফটের আগেই দলে নিয়েছে তারা। এরপর ড্রাফট থেকে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেও দলে নেয় ঢাকা।
এছাড়া জাতীয় দলের মোহাম্মদ নাঈম, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও শুভাগত হোমের মতো ক্রিকেটাররাও আছেন ঢাকার দলে। আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান ও এবাদত হোসেন চৌধুরীও আছেন তারকাভরা ঢাকার দলে। ড্রাফট শেষে নেওয়া হয় আলোচিত লেগ স্পিনার রিশাদ হোসেনকে।
Posted ৯:১৪ অপরাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar