
ডেস্ক | রবিবার, ০৭ জুন ২০২০ | প্রিন্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে যে খবর সামাজিক মাধ্যমে ছড়িয়েছে তাকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এ ব্যাপারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সম্পর্কে মনগড়া অসত্য তথ্য প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই পরিবেশিত তথ্যগুলো মিথ্যা ও বানোয়াট এবং বিভ্রান্তিমূলক।’
রিজভী বলেন, ‘কিছু ব্যক্তি বা গোষ্ঠী হীন স্বার্থ চরিতার্থ করতে এই মনগড়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, পরম করুণাময় আল্লাহ তালার অশেষ রহমতে তিনি (তারেক রহমান) ও তার পরিবারের সদস্যরা সুস্থ ও সুরক্ষিত আছেন। এব্যাপারে আমি সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’
সরকারের প্রণোদনা নিয়ে পোশাক মালিকদের শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা ‘অমানবিক ও মানবতাবিরোধী’ মন্তব্য করে রিজভী বলেন, ‘পোশাক শিল্প মালিক সংগঠন বিজেএমইএ‘র সভাপতি জুন মাস থেকে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। ফলে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রণোদনার পাঁচ হাজার কোটি টাকা নেয়ার পর এই ঘোষণা কোনোভাবেই মেনে নেয়া যায় না। শ্রমিকদের জীবন জীবিকাকে আমলে না নিয়ে ছাঁটাইয়ের কথা বলা চরম অমানবিক ও মানবতাবিরোধী। তাদের এই ঘোষণায় অন্যকোনো দুরভিসন্ধি থাকতে পারে।’
রিজভী বলেন, ‘আপৎকালীন পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনার বাইরে পোশাক কারখানার মালিকদের নগদ সহায়তা দেয় সরকার। এতো সুবিধা পাওয়ার পরও এই চরম দুঃসময়ে তারা হঠাৎ করেই শ্রমিক ছাঁটায়ের এই ঘোষণা দিয়ে তারা অমানবিক কাজ করেছেন।’
বিএনপি নেতা বলেন, ‘পোশাক কারাখানায় শ্রমিক ছাঁটাই অব্যাহত আছে। লকডাউনে শুরুর পর থেকে প্রায় ৭০ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তাদের রুজি রোজগার বন্ধ হওয়ায় পরিবার নিয়ে মানবেতন জীবন যাপন করছে। এই সময়ে শুধু ব্যবসার কথা চিন্তা করে ছাঁটাই অন্যায়।’
Posted ৮:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar