অগ্রবাণী ডেস্ক: | ২৮ মার্চ ২০১৭ | ৭:৩৪ অপরাহ্ণ
শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার ডাম্বুলার আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নেমে ইনিংসের শেষ ওভারে এসে হ্যাটট্রিক করেন এ ডানহাতি পেসার।
ইনিংসের শেষ ওভারে এসে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে পর পর আসেলে গুনারত্নে, সুরাঙ্গা লাকমাল এবং নুয়ান প্রদীপকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তাসকিন।
শেষ ওভারের তৃতীয় বলে অ্যাসেলা গুনারত্নে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন। চতুর্থ বলে সুরাঙ্গা লাকমালের ক্যাচটা ঝাঁপিয়ে ধরেন মোস্তাফিজুর রহমান। পঞ্চম বলে নুয়ান প্রদীপকে সরাসরি বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন তাসকিন আহমেদ।
এদিন শুরু থেকেই দারুণ বল করতে থাকেন এ টাইগার পেসার। শ্রীলংকান ব্যাটসম্যানদের কিছুটা হলেও সমস্যায় ফেলতে পেরেছেন তাসকিন।
তার দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত শ্রীলংকা ৪৯ দশমিক ৫ ওভারে ৩১১ রানে অলআউট হয়।
তাসকিন আহমেদ ৮ দশমিক ৫ ওভার বল করে ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন।
ওয়ানডে ক্রিকেটে তাসকিনের এটি প্রথম হ্যাটট্রিক।
৫ম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন তাসকিন আহমেদ।
-এলএস