
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ মে ২০২২ | প্রিন্ট
ভোজ্যতেলের মতোই এবার ভোক্তার উদ্বেগ বাড়াচ্ছে আটা ও ময়দা। প্রায় প্রতিদিনই বাড়ছে খাদ্যপণ্য দুটির দাম। গত তিন দিনে খোলা আটার কেজিতে বেড়েছে ৮ টাকা আর খোলা ময়দার কেজিতে বেড়েছে ৪ থেকে ৬ টাকা।
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানান, প্রতিদিন দুই থেকে তিনবার করে দাম ওঠানামা করছে পাইকারি বাজারে। ডিলাররা সকালে এক দাম তো, বিকেলে আরেক দাম বলছেন। তবে ভোক্তা-সংশ্নিষ্টরা বলেন, বিশ্ববাজারে কোনো জিনিসের দাম বাড়লে বাংলাদেশে সঙ্গে সঙ্গেই দাম বেড়ে যায়। এটা একেবারে ব্যবসায়ীদের অসততা। ভারত গম রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দু’দিন আগে। এখন বাজারে যেসব আটা ও ময়দা বিক্রি হচ্ছে, সেগুলো বহু আগে আমদানি করা। তাহলে সেগুলোর দাম বাড়বে কেন। ভোজ্যতেলের ক্ষেত্রে ব্যবসায়ীরা যে কাণ্ড ঘটিয়েছেন, আটা-ময়দার ক্ষেত্রেও একই ছবি দেখা যাচ্ছে।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ মে ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar