মিয়া রাকিবুল,আলফাডাঙ্গাঃ | ২০ জুলাই ২০১৮ | ১২:৫৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ব্যতীক্রমধর্মী উদ্যোগ ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে ত্রিশ লক্ষ গাছের চারা রোপনের কর্মসূচীর আওতায় “সবুজে বাঁচি,সবুজ বাঁচায় নগর,প্রাণ প্রকৃতি সাজাই” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতেও ফলদ, বনজ ও ঔষধী সহ বিভিন্ন গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে আলফাডাঙ্গা সামাজিক বনবিভাগের কর্মকর্তা শেখ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াসিকুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দীন মাহমুদ ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, সমাজসেবা কর্মকর্তা বজলুর রশীদ, সমবায় কর্মকর্তা অসীম কুমার নাগ, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা অনুপম দাস প্রমুখ।
একই দিনে উপজেলা শিক্ষা অফিসের কার্যালয়ের সামনে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষ রোপণ করেন উপজেলা শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক,সহকারী শিক্ষা অফিসার লাবনী রায় প্রমুখ।
এছাড়াও জানা যায়,এ কর্মসূচীর আওতায় উপজেলার আলফাডাঙ্গা এ.জেড মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়,পানাইল ইউনাইটেড একাডেমী,আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট,দিগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও যোগিবরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।