
ডেস্ক | সোমবার, ১৩ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
বাগেরহাটের শরণখোলাসহ দক্ষিণাঞ্চলের আলোচিত মাদক কারবারি এবং ছয় মামলার আসামি রাজ্জাক ফকির (৩৫) গ্রেপ্তার হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আজ সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার ঝিলবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে। পরে তাকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। মাদক কারবারি রাজ্জাক ওই গ্রামের আ. লতিফ ফকিরের ছেলে।
শরণখোলা থানার ওসি এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পুলিশের সহযোগিতায় রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় সে পালানোর চেষ্টা করে ব্যার্থ হয়। আটকের পর তার কাছে চার পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
ওসি জানান, রাজ্জাকারে বিরুদ্ধে এর আগে শরণখোলা থানায় ছয়টি মাদকের মামলা রয়েছে। এসব মামলায় বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়। কিন্তু জামিনে মুক্ত হয়ে আবার মাদকের কারবার চালায় সে।
অভিয়ানে নেতৃত্বদানকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন।
তবে এদিন রাজ্জাক ফকিরের কাছে মাদকের একটি বড় চালান আসার কথা ছিলো বলে স্থানীয় নির্ভযোগ্য একটি সূত্রে জানা গেছে।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar