অনলাইন ডেস্ক | ০৭ সেপ্টেম্বর ২০১৭ | ৮:২১ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আজিজুল হক (২৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত আজিজুল মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের বেপারীপাড়া গ্রামের আবুল বেপারীর ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে বলে নিহতের পরিবার জানায়।
নিহতের স্ত্রী নয়ন মনি বেগম ও চাচাতো ভাই সুজন হোসেন জানান,আজিজুল হকসহ তিন ভাই দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে গত ৪ বছর ধরে মুদি দোকানের ব্যবসা করতো।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে ওই দেশের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের ছোট ভাই আবু সাঈদ ও তার এক খালু রাতেই ফোন করে এ সংবাদ তার পরিবারকে জানায়।
নিহতের বাবা আবুল হোসেন ও মা রোকেয়া বেগম বলেন, অনেক কষ্ট করে আমাদের ছেলেকে দক্ষিণ আফ্রিকায় কর্মসংস্থানের জন্য পাঠিয়েছিলাম।
কেপটাউনে আজিজুল হক মুদি দোকানের ব্যবসা করতো। তাকে সন্ত্রাসীরা হত্যা করবে- এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। এখন তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
নিহতের স্ত্রী নয়ন মনি বেগম স্বামীর মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন। তিনি বলেন,আমার দুটি সন্তান সিজান (১২)ও লিজানকে (৮) নিয়ে আমি কীভাবে সংসার চালাবো। এই বয়সেই ওরা বাপহারা হলো। এই কষ্ট আমি কীভাবে বয়ে বেড়াব?