
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ মার্চ ২০২০ | প্রিন্ট
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রবেশের পূর্বে ভালো করে হাত ধুয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন দায়িত্বরত কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহ জামান (অফিসার্স ইনচার্জ)।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সকলেই আতংকে আছে, তেমনি জামান সাহেবও গণসচেতনতা বৃদ্ধির লক্ষে সাধারণ মানুষের জন্য এই নজির বিহীন উদ্দোক্ত নিয়েছেন।
বাংলাদেশ পুলিশের একজন সদস্য হয়ে এধরণের ভালো কাজের মধ্যে দিয়ে আরেক বার প্রমাণ করলেন
পুলিশ জনগণের বন্ধু।
অফিসার্স ইনচার্জ জামান সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন সকল রাষ্ট্রের মত বাংলাদেশেও এই (কেভিড ১৯) নিয়ে সকল শ্রেণির মানুষের ভেতর ভয় কাজ করছে। আমরা যার যার অবস্থান থেকে সতর্ক থাকলে এই করোনা ভাইরাসের সংক্রমণ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কোনো ব্যক্তি বা মহল যদি এই ভাইরাসকে নিয়ে কোনো প্রকার গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে বাংলাদেশ পুলিশ তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে।
Posted ৫:০৯ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar