অগ্রবাণী ডেস্ক: | ১০ মার্চ ২০১৭ | ১১:১৫ পূর্বাহ্ণ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হেইকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। দুর্নীতির কেলেংকারির জেরে পার্ককে পার্লামেন্টের করা অভিশংসনের পক্ষে শুক্রবার রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির কোনো প্রেসিডেন্টকে বরখাস্তের ঘটনা এটাই প্রথম। খবর এএফপি, রয়টার্স, বিবিসির।
রায়ে সাংবিধানিক আদালত বলেছেন, ‘পার্কের কর্মকাণ্ড গণতন্ত্রের চেতনা ও আইনের শাসনের গুরুতর ক্ষতি করেছে। প্রেসিডেন্ট পার্ক গিউন-হেকে বরখাস্ত করা হল।’
পার্কের অভিশংসনের পক্ষে সাংবিধানিক আদালত রায় দেয়ায় দেশটিতে মে মাসের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা হবে।
গত বছরের ডিসেম্বরে পার্কের অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির আইনপ্রণেতারা।
-এলএস
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |