নিজস্ব প্রতিবেদক | ১৫ আগস্ট ২০১৭ | ১২:৪৭ অপরাহ্ণ
খুব বেশি দিন হয়নি মিডিয়াতে কাজ করছেন সেজুথি খন্দকার। এর মধ্যেই তার অভিনয় শৈলী দিয়ে দর্শক এবং পরিচালকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন তরুণ প্রজন্মের এই গুণী শিল্পী। এর মধ্যে বিজ্ঞাপণ, খন্ড নাটক, টেলিফ্লিম ,ধারাবাহিক নাটক করেছেন। রুপালী পর্দার জন্যও কাজ করছেন। মুক্তির অপেক্ষায় আছে দুটি ছবি।
মাই টিভিটিতে যাচ্ছে ধারাবাহিক নাটক শাহাদাত আলম ভুবনের পরিচালনায় “বিউটি কুইন”। এছাড়া করেছেন সাদেক সিদ্দিকীর পরিচালনায় দুটি টেলিফ্লিম মনে পড়ে বার বার, দহনের কালে । কাজ করেছেন আরো হাসান জাহাঙ্গীরের পরিচালনায় নাটক নন্দিনী, ডি এ তায়েব এর পরিচালনায় ডিবি, রিয়াজের পরিচালনায় লোহার খাচা সোনার পাখি। সেজুথি খন্দকার রুপালি পর্দার জন্য দুটি মুভি করেছেন যা মুক্তির অপেক্ষায় আছে। আকাশ প্রদীপ এর পরিচালনায় সন্ত্রাসী রানা এবং অপরটি হচ্ছে একটা মাদুলী বানাইয়া দে, পরিচাললক মনোয়ার খোকন।
মিডিয়াতে তার ক্যারিয়ার নিয়ে সেজুথি খন্দকার বলেন, “আমি খুব ভাগ্যবান অল্প সময়ে ভালো ভালো কাজ করতে পেরেছি। দর্শকদের ভালোবাসা পেয়েছি। আমি সামনের চলার পথে মিডিয়াতে ভালো কাজ করে দর্শকদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই।