নিজস্ব প্রতিবেদক | ১২ আগস্ট ২০১৭ | ১১:০৪ অপরাহ্ণ
ইনডেক্স মিডিয়ার আয়োজনে গত ১০ আগষ্ট শাহবাগস্থ শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল
“স্টার এ্যাওয়ার্ড ২০১৭” এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অংগনে বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মননা দেয়া হয়। প্রথমবারের মতো নবাগত নৃত্যশিল্পী হিসেবে ষ্টার এ্যাওয়ার্ড পান এই সময়ের জনপ্রিয় নৃত্য শিল্পী , অভিনেত্রী, মডেল রোকসানা ঐশী। এই এ্যাওয়ার্ড নিয়ে রোকসানা ঐশী জানান,“নবাগত হিসেবে আমি কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। সাথে সামনে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা পেলাম। দায়বদ্ধতাও বেড়ে গেল দর্শকদের প্রতি। সামনের চলার পথে মিডিয়াতে ভালো কাজ উপহার দিতে চাই আমার দর্শকদের। ”