
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
বেইজিংয়ে ঢুকে পড়ল করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। দেশকে করোনাশূন্য করতে বদ্ধপরিকর চীন কড়াকড়ির সব সীমা ছাড়িয়ে গিয়েছে। সামনেই এই শহরে শীতকালীন অলিম্পিক শুরুর কথা। দীর্ঘ ১৩ বছর পর ৪ ফেব্রুয়ারি থেকে আয়োজিত হতে যাচ্ছে অলিম্পক গেমস। তার ঠিক আগেই চীনে ফের করোনা সংক্রমণ বেড়ে চলেছে। ওমিক্রন নিয়ে সদাসতর্ক ছিল চীনা সরকার। কিন্তু এত করেও অলিম্পিক শুরুর আগে ওমিক্রন ঢুকেই পড়ল বেইজিংয়ে।
এমন সময় কোনও ঝুঁকি না নিয়ে, গত বছর টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিকের মতই দর্শকহীন শীতকালীন গেমস আয়োজন করতে চলেছে চীন। তাই কিছু সংখ্যক আমন্ত্রিতদের নিয়েই হবে অলিম্পিকে এই আসর। করোনা নিয়ে কোনও ঝুঁকি না নিয়ে দর্শকহীন গেমসের সিদ্ধান্ত নিল কতৃপক্ষ।
Posted ৭:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar