
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ এপ্রিল ২০২০ | প্রিন্ট
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট এবং জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, করোনাভাইরাস শ্রমজীবী ও গরিব-দুঃখী মানুষকে অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে। গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। মহাদুর্যোগের এই সময়ে সমাজের সম্পন্ন মানুষ ও সামাজিক গঠনগুলোকে বিপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর বিষয়টি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
বুধবার এক বিবৃতিতে অলি আহমদ বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে এই মুহুর্তে প্রতিটি জেলা উপজেলায় ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা পোষাক নিশ্চিত করা। ৬৪ টি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কিনা তার পরীক্ষার ব্যবস্থা করা।
তিনি আশা প্রকাশ করে বলেন, দলমত-নির্বিশেষে যাদের সামর্থ্য আছে তারা জাতীয় দুর্যোগের এই মুহূর্তে ক্ষুধাকাতর মানুষের পাশে দাঁড়াবেন। বাড়িয়ে দেবেন সহায়তার হাত। মানুষ মানুষের জন্য- এ উপলব্ধি মূর্তমান করতে এগিয়ে আসবেন সবাই।
Posted ১২:০৪ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar