নিজস্ব প্রতিবেদক: | ৩১ জুলাই ২০১৭ | ৯:১০ অপরাহ্ণ
নুরুজ্জামান মিনা (লাভা)। কল্যাণপুর বাড়ি মালিক সমাজ কল্যাণের সভাপতি, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। খুলনার বিএল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি রাজনীতির পাশাপাশির ব্যবসার সঙ্গে জড়িত। আজ কথা হলো তার সঙ্গে।
একান্ত আলাপচারিতায় জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ও গোপালগঞ্জ-১ আসনের এমপি জননেতা ফারুক খানের সঙ্গে বেইমানি না করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, রাজনীতি মানেই মানুষকে নিয়ে কাজ করা। পথ চলায় বিভিন্ন প্রতিকূলতার মাঝেও সততা নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত ফারুক খান ও দলের জন্য কাজ করবো।
নুরুজ্জামান মিনা (লাভা) বলেন, পদ পাই বা না পাই দল ও দেশের জন্য কাজ করবো। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-১ আসনের এমপি জননেতা ফারুক খান যে নির্দেশনা দিবেন সেটা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবো ।