অনলাইন ডেস্ক | ২২ জুন ২০১৮ | ৪:৪৮ পূর্বাহ্ণ
নিজের চার বছরের নাতনিকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল তার দাদার বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের কোন্দাগাঁওতে। ঘটনায় পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে নির্যাতিতার ৬০ বছরের দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধর্ষণের পর বাচ্চা মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্ত। প্রথমে ঘাস জমিতে লুকিয়ে রাখে নাতনির মৃতদেহ। পরে পুলিশ নিঁখোজ মেয়েটির সন্ধান শুরু করলে দেহ লোপাটের জন্য দেহটি পানিতে ফেলে দেয় ধর্ষক।
সঙ্গে ফেলে দেয় ধর্ষণের সময় দেহে থাকা রক্ত মাখা লুঙ্গিও। পরে এই লুঙ্গিই ধরিয়ে দেয় ধর্ষক দাদাকে। মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন বাচ্চাটির বাবা-মা। চার বছরের বাচ্চা মেয়েকে খুঁজতে নেমে পুলিশি তদন্তে প্রকাশ্যে আসে এই নৃশংস ঘটনা।
ডোবা থেকে বাচ্চাটির মৃতদেহ উদ্ধার হওয়ার পরও ধর্ষকের কোনও সূত্র পাওয়া যাচ্ছিল না। কিন্তু পুলিশ কুকুর সেই রক্তমাখা লুঙ্গির সূত্র ধরে পৌঁছায় মেয়েটির ৬০ বছরের বৃদ্ধ দাদার কাছে। পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে নিজের সমস্ত অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত। তার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।