নিজস্ব প্রতিবেদক: | ১০ জুলাই ২০১৭ | ১০:২০ পূর্বাহ্ণ
ক্যারিয়ারের শুরুতেই সবাই সাফলতা পায় না। আবর কেউ কেউ সোনর চামচ নিয়ে জš§ নেন। যে কাজেই হাত দেন সেখানেই সোনা ফলে। তেমনি একজন তরুন আদি অভি। অল্প সময়েই ফ্যাশন ডিজাইন, কোরিওগ্রাফিতে সাফলতার মুখ দেকেছেন আদি অভি । ইতোমধ্যে সবার নজড় তার ওপর। গত দেড় বছর ধরে বাংলাদেশের র্যাম্প এবং ফ্যাশন দুনিয়ায় দারুন ব্যস্ত সময় কাটাচ্ছে তরুণ কোরিওগ্রাফার ও ডিজাইনার আদি অভি। উইংস ফ্যাশনের স্বত্বাধিকারী আদি অভির পথ চলা শুরু হয় ২০১৫’র শেষের দিকে। ফ্যাশন ডিজাইনের পাশাপাশি কোরিওগ্রাফিতেও সাফল্যের মুখ দেখছেন অল্প সময়েই। গত দেড় বছর ঢাকা ও চট্রগামে অনেকগুলো ফ্যাশন শো করে আলোচনায় চলে এসেছেন তিনি। খুব শীঘ্রই দেশের বাইরে ভারতের কলকাতায় ডিজাইনার হিসেবে ফ্যাশন শো করতে যাচ্ছে আলোচিত মুখ আদি অভি ।
স¤প্রতি ঈদ উপলক্ষে শেষ হওয়া যমুনা ফিউচার পার্কে ঈদ ফ্যাশন শো’র কোরিওগ্রাফি ও ডিজাইনার হিসেবে আদি অভি তাঁর কাজের নান্দনিকতা ও সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। আদি অভির কোরিওগ্রাফি ও ডিজাইনে এই শোয়ে অংশ নিয়েছিল ইয়েলু, ওয়েস্টিন, বিশ্ব রঙ সহ অনেকগুলো ফ্যাশন হাউজ।
শুধু র্যাম্পে কোরিওগ্রাফি ও ডিজাইন করেই থেমে নেই আদি অভি। সা¤প্রতিক সময়ে দুই বাংলার পরিচিত মুখ– সঙ্গীতশিল্পী আকাশ সেন ও বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরেফিন রুমি’র মিউজিক ভিডিওতেও কষ্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন আদি অভি।
পবিত্র ঈদ-উল-ফিতরে রিলিজ হওয়া আরেফিন রুমির মিউজিক ভিডিও ‘এক পলক’-এ আদি অভির কাজ প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। দেশ টিভি, আরটিভি , এনটিভি , মাছরাঙা , এটিএন বাংলা সহ বেশ কয়েকটি চ্যানেলও ফ্যাশন ডিজাইনার অর্গানাইজার হিসেবে শো করেছেন আদি অভি ।