আসিফ হাসান কাজল | ১৩ জুলাই ২০১৭ | ১:১৩ পূর্বাহ্ণ
দিন গেলেই তোদের মনে পড়ে, তোদের প্রেম, বিভেদ, দেখা, বিরক্তি, সব কিন্তু সবই সমান্তরাল ভালবাসায়, দিন গেলেই তোদের জন্য মন পুড়ে, আবেগ খেলা করে, তোদের কে ঘিরে।
যখন সুমি হটাত করেই ফেসবুকে এসে বলে কাজল আমার তো বেবি হয়েছে, অন্যরকম ভালবাসা কাজ করে, যখন মামুনের মুখের হাসি ফেসবুক জুড়ে, এই মন ভুল করে, মনে হয় তুই আমার সাথেই আছিস, আদনান, তুহিনের ঘোরাঘুরি চোখে ভাসে, সাফিনের মিষ্টি হাসি দেখা করে, নওরিন, জাহিদ, জুনায়েদ, মিঠুন, আখি, মমতাজ, সানি মাকা, কারও নাম বাদ গেলেও যাক, তবু সবাইকে অনেক ভালবাসি এখন বুঝি, অহন, পার্থ লিরাজ তোদের মনে পড়ে?
(আসিফ হাসান কাজলের ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)