
ডেস্ক | সোমবার, ২২ জুন ২০২০ | প্রিন্ট
সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতের রাজধানী নয়া দিল্লিতে জঙ্গি হামলা হতে পারে বলে আভাস দিয়েছে দেশটির গোয়েন্দারা। এতে নয়া দিল্লিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মির থেকে সড়কপথে দিল্লিতে জঙ্গিরা প্রবেশ করেছে। আরও কয়েকজন ঢোকার চেষ্টা চালাচ্ছে। বাস, ট্যাক্সি বা ট্রাকে করে এসব জঙ্গি দিল্লিতে এসেছে। ফলে যেকোনো মুহূর্তে দিল্লিতে বড়সড় নাশকতার আশঙ্কা রয়েছে। এমন তথ্য পাওয়ার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি হয়েছে।
দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে, ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। রাজ্যের ১৫ জেলাতেই পাঠানো হয়েছে চূড়ান্ত সতর্কতার বার্তা। দিল্লি শহরের সব বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বাজার এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। শহরের সব হোটেল, মোটেল ও বাসস্ট্যান্ডে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। কাশ্মীরের নম্বর প্লেটওয়ালা গাড়িগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
Posted ৯:৪৪ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar