অগ্রবাণী ডেস্ক | ১৪ মার্চ ২০১৭ | ৬:৩৯ অপরাহ্ণ
আগামী ৮ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (মার্চ ১৪) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক যৌথ ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর এই ভারত সফর।
উল্লেখ্য, প্রায় ৭ বছর আগে ২০১০ সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সফরে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রায় ২ বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসেছিলেন।
-এলএস