অগ্রবাণী ডেস্ক | ২৮ জুলাই ২০১৭ | ১০:৩৫ পূর্বাহ্ণ
হাটহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে দুই জোড়া প্রেমিক-প্রেমিকাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কাচারী একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার ফতেপুর ইউনিয়নের মাহাবুব আলমের ছেলে প্রেমিক মো. জাহেদ (২৭), হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের মো. সোলায়মানের মেয়ে প্রেমিকা রেখা মণি (১৬), মোহাম্মদপুর গ্রামের মৃত জালাল আহাম্মদের ছেলে প্রেমিক মো. বাবার (১৯), মির্জাপুর ইউনিয়নের আবদুর শুক্কুর আলীর মেয়ে প্রেমিকা রূপা মণি (১৭)। এছাড়া রেস্টুরেন্টের ম্যানেজার রাউজান উপজেলার গহিরা নয়াহাট এলাকার মো. মহিউদ্দিনের ছেলে ইরফান (২৫)।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, দুই জোড়া প্রেমিক-প্রেমিকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।