অগ্রবাণী ডেস্ক | ২০ মার্চ ২০১৭ | ৭:৫১ অপরাহ্ণ
ব্রিটিশ পপগায়ক এড শিরানের Shape of you এর তালে তাল মিলিয়ে নাচা সহজ নয়। এ কথা শিকার করেছেন অনেক বড় বড় ড্যান্সারও। কিন্তু এই দুই তরুণীর কাছে তা মামুলি ব্যাপার মাত্র। আর সেটা তারা দু’জন করেও দেখিয়েছেন। ভিডিওটি ইন্টারনেটে আসার পরই ভাইরাল হয়ে গেছে।
ভিডিওটি আপলোড করেছেন Live ToDance With Sonali। দুই কন্যার পায়ে পায়ে তাল মেলানো দেখলে নাচ না জানা মানুষেরও শরীরে ঢেউ খেলবে। একনজরে দেখে নিন নাচের ভিডিওটি:
-এলএস