অগ্রবাণী ডেস্ক | ১৫ জুলাই ২০১৭ | ১১:২৭ অপরাহ্ণ
ফুটবল মাঠে খেলোয়ারের মারাত্মক ‘ফাউল’ এর জন্য শাস্তি হিসেবে রেফারি লাল কার্ড দেখান। তবে এবার মশা মারায় ব্যর্থতার অভিযোগে দুই মেয়রকে লাল কার্ড দেখানোর কর্মসূচি পালন করেছে লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক ও ঢাকার নাগরিকরা। শনিবার বিকেলে শাহবাগে এই কর্মসূচী পালন করেন তারা।
টানা ১০ মিনিট চলে এই লাল কার্ড প্রদর্শন কর্মসূচি। এরপর প্রয়োজনে মেয়রদের অফিসের সামনে গিয়ে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দেন বক্তারা।
কলামিস্ট লীনা পারভীন বলেন, চিকুনগুনিয়া ছড়ানো এডিস মশা কামড়ায়, ওই সময়ে কেউ মশারি টাঙিয়ে ঘুমায় না, কর্মস্থলে যায়। তাহলে কী আমাদেরকে মশারি পরেই বাইরে বের হতে বলছেন?
এসময় বক্তারা আরো বলেন, আপনাদের ভোট দিয়ে এনেছি, এখন আপনাদের লাল কার্ড দেখাতে হচ্ছে। এখন মশা মারার দাবি নিয়ে নাগরিকদেরই রাজপথে দাঁড়াতে হচ্ছে।
প্রকাশক রবীন আহসান ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের চিকুনগুনিয়া নিয়ে দেয়া বক্তব্যের সমালোচনায় বলেন, বাড়ি বাড়ি ঢুকে মশারি টানাতে হবে না। আপনারা জলাবদ্ধতা দূর করেন। বছর জুড়ে খোড়াখুড়ির সংস্কৃতি থেকে বের হয়ে আসুন। জলাশয় ভরাট করে বৃষ্টির পানি গড়ানোর জায়গায় গড়ে তোলা বহুতল ব্যবসায়িক ভবন সরান। চিকুনগুনিয়া যখন পুরো ঢাকা শহরকে পঙ্গু করে রেখেছে তখনই আবার বৃষ্টিপাতে অর্ধেক ঢাকা যেনো নদী হয়ে গেছে। অথচ হেসে হেসে বলছেন আমরা কী করবো।