
ডেস্ক | শনিবার, ০৭ মার্চ ২০২০ | প্রিন্ট
রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকায় দুই শিশু সন্তানকে গলাকেটে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে তাদেরই জন্মদাত্রী মা।
এ ঘটনার পর পপি নামে ওই শিশুদের মাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মৃত দুই শিশু হলো- আলভি ও জান্নাত। তাদের বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হবে।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে একটি ভবনের চতুর্থ তলার এক ফ্ল্যাট থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
দুই শিশুর বাবা মুন্সীগঞ্জ থাকেন এবং মাঝে-মধ্যে আসেন। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও বিস্তারিত জানাতে পারেননি ওসি।
Posted ১২:২৬ অপরাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar