
| শনিবার, ০৩ জুলাই ২০২১ | প্রিন্ট
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষক মাইনুর রহমান মুন্নার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর শহরের সিঅ্যান্ডবি পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে, দুপুরে দুই বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মুন্না।
মৃত মাইনুর রহমান মুন্না চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ এলাকার আব্দুল মমিন বিশ্বাসের ছেলে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় এআইইউবি’র সিএসই বিভাগের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে মুন্না ও তার দুই বন্ধু সবুজ এবং মামুন গোসল করার জন্য মাথাভাঙ্গা নদীতে নামেন। এক পর্যায়ে মুন্না ডুবে যান। ওই সময় স্থানীয়দের সহায়তায় সবুজ ও মামুন তাকে খুঁজতে শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। তারা ব্যর্থ হওয়ায় খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর তলদেশ থেকে মুন্নার লাশ উদ্ধার করেন ডুবুরি দলের সদস্যরা।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৮:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar