
| বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
যশোরের বেনাপোলে চেকপোস্ট দিয়ে রনজিৎ দেব (৩৫) নামে এক বাংলাদেশিকে ট্রাভেল পারিমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। দুবছর আগে ভাল কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন তিনি।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। কলকাতায় নিযুক্ত বাংলাদেশি দুতাবাস ওই বাংলাদেশিকে স্বদেশ প্রত্যাবাসন আইনে দেশে ফিরতে সহয়তা করে।
রনজিৎ মৌলভিবাজারের শ্রীমঙ্গল উপজেলার বুনাবীর পাত্রীকুল গ্রামের রিবতী মোহন দেবের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাকে হস্তান্তর করে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে রাইটস যশোর নামে এক এনজিও সংস্থা তাকে গ্রহণ করেছে আইনি সহায়তা দিতে।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar