| ০৬ মার্চ ২০২০ | ৯:৫৯ অপরাহ্ণ
দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুমের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী’র আনা অপহরণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকোর্ট।
গত বছর দুই সন্তানকে নিয়ে দুবাই থেকে পালিয়ে ব্রিটেনে চলে আসেন দুবাই শাসকের স্ত্রী প্রিন্সেস হায়া। এসময় আদালতে স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেন তিনি। দীর্ঘ আট মাস তদন্ত শেষে ব্রিটিশ তদন্ত কর্মকর্তারা এসব অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন আদালত। দুবাইয়ের শাসক মামলার রায় জনসম্মুখে প্রকাশ না করার আপিল করলেও, আদালতে তা প্রত্যাখ্যাত হয়।
রায় প্রকাশের পর এক বিবৃতিতে শেখ মোহাম্মদ জানান, তদন্ত কার্যক্রমে তিনি অংশ নিতে না পারায়, আদালত কেবল একপক্ষের অভিযোগের ভিত্তিতে রায় দিয়েছেন। ব্রিটেনে তার সন্তানদের জীবন যেন দুর্বিসহ না হয়, সে বিষয়টির প্রতি খেয়াল রাখতেও অনুরোধ জানিয়েছেন দুবাইয়ের এই ধনকুবের।