গোপালগঞ্জ প্রতিনিধি: | ১৫ নভেম্বর ২০১৭ | ৮:৫৫ অপরাহ্ণ
দুর্নীতি প্রতিরোধে গোপালগঞ্জের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে জাস্টিজ রিফর্ম এন্ড করাপশন প্রিভেনশন (জেআরসিপি) প্রকল্প মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন। বুধবার সকালে গোপালগঞ্জের কুয়াডাঙ্গাস্থ জেআরসিপি প্রকল্প কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মত বিনিময় সভার সভার সভাপতিত্ব করেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহম্মেদ। সভায় স্বাগত বক্ত রাখেন, গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, জেআরসিপি’র প্রোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান মল্লিক, সাংবাদিক সৈয়দ মুরাদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, এস এম আমির হামজা, জয়ন্ত শিরালী, বুলবুল আলম বুলু, সৈয়দ অসিকুজ্জামানসহ আরো অনেকে।