অগ্রবাণী ডেস্ক | ২০ মে ২০১৭ | ৯:১১ অপরাহ্ণ
হঠাৎই অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়েছেন ৯৫ বছর বয়সী হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। ১৯ মে শুক্রবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আল্লামা আহমদ শফীর বয়স বর্তমানে ৯৫। তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। গতকাল হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন, আল্লামা শফীর শারীরিক অবস্থা দুর্বল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল থেকে আজ শনিবার শাহ আহমদ শফীর অবস্থার কিছু উন্নতি হয়েছে। সে সময় তিনি হেফাজতের আমিরের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ৯৫ বছর বয়সী আল্লামা শাহ আহমদ শফী উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর আগেও তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এমন কি তার উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাওয়া হয়েছিল।