আরিফুল ইসলাম অভি | ১১ জুলাই ২০১৭ | ১০:১৮ অপরাহ্ণ
হোক না তোমার আমার দেখা জীবনের শেষ দিনগুলোতে। কোন বৃদ্ধাশ্রমে বা ড্রাইবেটিস কন্ট্রোল করতে যাওয়া কোন মাঠ বা লেকে! তোমার সাথে হয়তো তোমার নাতনীরা আসবে। আমি হয়তো একাই। তোমার শরীরের চামড়া কুচ ধরবে, আমার হয়তো কয়েকটা দাত ফাকা। তাতে কি??
হোক না পরিচয় সেখানে। সেখান থেকে শুরু, শেষ হোক জীবনের। আরে -পৃথিবীটা গোল, আবার আমরা একই গ্রহে। তাহলে চিন্তা কিসের???
দেখা হবেই হয়তো বেলা শেষে। হোক না তাও হবে তো।
(আরিফুল ইসলাম অভির ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)