নিজস্ব প্রতিনিধি | ১৫ জুন ২০১৮ | ৭:২৮ অপরাহ্ণ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে দৈনিক আজকের অগ্রবাণীর পক্ষ থেকে শুভেচ্ছা ও ঈদ মোবারক।
দৈনিক আজকের অগ্রবাণীর সম্পাদক ও প্রকাশক সালাহ উদ্দীন রাজ্জাক এক বাণীতে বলেন, ‘‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমরা বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
তারা বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি আরো বলেন, এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমরা এই কামনা করি। সেই সঙ্গে দরিদ্র মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকল বিত্তবান ও সামর্থবানদের প্রতি আহবান জানাই।