অগ্রবাণী ডেস্ক | ১৭ মার্চ ২০১৭ | ৪:৪৩ অপরাহ্ণ
রাজধানীর উত্তরায় হাজী ক্যাম্প এলাকায় র্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার দুপুর ১টার দিকে ঘটা এ বিস্ফোরণে বোমা বহনকারী নিহত হয়েছেন। এরপর দেশের সব কারাগার এবং বিমানবন্দরে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরায় হাজী ক্যাম্প এলাকায় র্যাবের অস্থায়ী ক্যাম্পের বাম পাশে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন ওই হামলাকারী। পরে তাকে দেখে ডিউটিরত র্যাব সদস্যদের সন্দেহ হলে চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে ওই হামলাকারী বিষয়টি পাত্তা না দিয়ে দ্রুত ভেতরে ঢুকে যান। পরে বোমা বিস্ফোরণ ঘটলে তিনি মারা যান।
-এলএস