নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই ২০১৮ | ৭:৪৬ অপরাহ্ণ
সরকারী বাংলা কলেজের একঝাক শিক্ষার্থী এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদের হাতে ফুল দিয়ে গণতান্ত্রিক ছাত্রদলে যোগদান করেছেন।
আজ বিকেল ৫ টার তারা কর্নেল অলি আহমদের বাসভবনে তার ফুল দিয়ে যোগদান করেন।
এ সময় এলডিপির সভাপতি ড.কর্নেল অলি বলেন -দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। তোমাদেরকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে কাজ করতে হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, জনগনের পাশে দাড়াতে হবে। দেশে যত বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে সকল আন্দোলন সফল করেছে ছাত্ররা।
এ সময় উপস্হিত ছিলেন এলডিপির তথ্য ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তর এলডিপির সভাপতি ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নিয়ামুল কবির হীরাসহ প্রমূখ।