
| রবিবার, ২২ মার্চ ২০২০ | প্রিন্ট
দেশে করোনায় নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন নারী, দুজন পুরুষ। দুজন বিদেশফেরত।
রোববার (২২ মার্চ) মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জন। মারা গেছেন দু’জন।
মীরজাদী ফ্লোরা বলেন, পাঁচজন জন সুস্থ হয়ে ফিরে গেছেন। দুজন মারা গেছেন আর ২০ জন চিকিৎসা নিচ্ছেন। নতুন আক্রান্তদের দু’জন দেশের বাইরে থেকে এসেছেন। একজন সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।
Posted ৪:২৬ অপরাহ্ণ | রবিবার, ২২ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar