
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
ক্যাসিনো ব্যবসায় জড়িত যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান ও তার স্ত্রী সুমী রহমানের দেশে ফিরতে বাঁধা নেই বলে জানিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার এই নির্দেশ দেন হাইকোট। তবে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত।
দুর্নীতি-মাদক-ক্যাসিনোবিরোধী আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হওয়ার পর গাঁ ঢাকা দিয়েছেন ক্যাসিনো ব্যবসায় আলোচিত কাজী আনিস। তাকে যুবলীগ থেকে বহিষ্কারও করা হয়েছে।
কাজী আনিসুর রহমান যুবলীগের দফতর সম্পাদক পদে ছিলেন। তিনি যুবলীগ অফিসের পিয়ন থেকে কেন্দ্রীয় নেতা বনে যান। দুর্নীতি-মাদক-ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযান শুরু হলে তিনি আড়ালে চলে যান।
Posted ৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar