
ডেস্ক | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
চিত্রনায়ক শাকিব খানের দেহরক্ষী হারুন অর রশিদ মারা গেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাকিব খানের দীর্ঘদিনের দেহরক্ষী ছিলেন হারুন অর রশিদ। সবসময় তিনি এ নায়কের নিরাপত্তায় নিয়োজিত থাকতেন। দেহরক্ষী হারুনের মৃত্যুর সংবাদে মুষড়ে পড়েছেন শাকিব খান।
শাকিব বলেন, ‘হারুন ছিল আমার কাছের মানুষ ছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন। শুটিং ও ব্যক্তিগত চলাফেরায় হারুন সবসময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতো। আমি তাকে আমার পরিবারের সদস্যই ভাবতাম। তার এত দ্রুত চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
শাকিবের দেহরক্ষী হারুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাকিবের মেকআপ আর্টিস্ট সবুজ খান। তিনি বলেন, যতদূর জানি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন হারুন। চিকিৎসা চলছিল। এর পাশাপাশি তার শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হারুন ভাই মারা যান।
Posted ৩:১০ অপরাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar