
মশিউর রহমান মোমিন, হাবিপ্রবিঃ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা।
আজ ১৭ই ফেব্রয়ারী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সিড়িতে
উক্ত অনুষদের শিক্ষককে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে বলে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থানরত একাধিক শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন,
গত ১৫ ই ফেব্ররয়ারী বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম রিজেন্ট বোর্ডে আমাদের অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ পাল চৌধুরীকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও মনগড়া। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সেই সাথে অতিদ্রুত শাস্তি প্রত্যাহারের দাবি জানান। অন্যথা কঠোর আন্দোলনের কথা বলেন।
এদিকে সাময়িক শাস্তি প্রাপ্তদের মধ্যে থাকা বিজনেস স্টাডিজ অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ পাল চৌধুরী বলেন, শিক্ষার্থীরা কি কারনে আন্দোলন করছে সেটা আমি জানি না। তাদের কাছেই জেনে নিন। আমি শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কিছু বলতে চাই না।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, অন্যায়কারীকে তার অন্যায়ের জন্য শাস্তি দেয়া হয়েছে।
Posted ১১:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |