| ১৯ আগস্ট ২০১৭ | ১:৩৯ অপরাহ্ণ
প্রতিনিয়ত বেড়েই চলেছে ধর্ষণের ঘটনা। কিছুতেই রোধ করা যাচ্ছে না এ গৃর্হিত কাজটি। এবার ধর্ষণ থেকে বাঁচতে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন ২০ বছর বয়সী এক তরুণী।
ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের শহরতলিতে ঘটেছে।
পুলিশ জানায়, মেয়েটিকে প্রথমে চাকরির প্রলোভন দেখানো হয়। এরপর স্বাধীনতা দিবসে একটি ওয়ার্কশপে তাকে ডেকে নেয় ২৪ বছরের শামশের শেখ। সেখানে ডেকেই ওয়ার্কশপের মূল ফটক বন্ধ করে তাকে ধর্ষণ করে ওই যুবক। ওই সময় বাহিরে মাইকে গান চলায় বাইরের কেউ মেয়েটির চিৎকার শুনতে পায়নি।
ধর্ষণের সময় ওই তরুণী নিরুপায় হয়ে চিৎকার করতে থাকে। কিন্তু তাতেও কোন সাহায্য পাননি তিনি। অবশেষে হাতের পাশে একটি ব্লেড পড়ে থাকতে দেখেন। তা কুড়িয়ে নিয়ে ধর্ষকের পুরুষাঙ্গে আঘাত করেন ওই নারী।
পরে ওই নারী নিজেই পুলিশকে খবরটি দেন এবং পুলিশ গিয়ে শমসেরকে আটক করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে একটি মামলা করেছেন।
তরুণীর সাহসের প্রশংসা করে ডিসিপি শাহজি উমাপ বলেছেন, ‘সত্যিই অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছে ওই তরুণী।’