অনলাইন ডেস্ক | ১৭ জুন ২০১৭ | ১১:০১ পূর্বাহ্ণ
ধর্ষণের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা তানভীর তনুকে গ্রেফতার করেছে পুলিশ। এক তরুণীর ধর্ষণের অভিযোগ জানিয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এ মামলায় তনুকে শুক্রবার রাতে রূপনগর আবাসিক এলাকার ৯ নং রোডের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিয়োগে করেছেন ওই তরুণী।
ওসি আরো জানান, তানভীর তনুকে শনিবার আদালতে পাঠিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে।
বছর দুয়েক ‘হিরো ৪২০’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ে নাম লেখান তানভীর তনু। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘মায়ানগর’, ‘খাস জমিন’ প্রভৃতি।