অনলাইন ডেস্ক | ২৫ আগস্ট ২০১৭ | ৪:৫৫ অপরাহ্ণ
ময়মনসিংহে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন।
ওই ছাত্রলীগ নেতার নাম আলমগীর কবির। তিনি ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ছাত্রলীগ নেতা আলমগীর। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন আলমগীর ও তাঁর সহযোগীরা। চলতি বছরের ১১ জানুয়ারি সকালে আলমগীর ও তাঁর সহযোগীরা ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যান। এ ঘটনায় গত ১৫ মে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আলমগীরসহ তিনজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।