| ১৩ জানুয়ারি ২০২১ | ১:০৬ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১৪নং বিষ্ণপুর ইউনিয়নের (জোঁকাহাটের পূর্বে) ছামাদের মোড়সংলগ্ন শহরবাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, একটি বিলের পাশে স্থানীয়রা কাজ করতে এসে লাশটি দেখতে পায়। পরে, থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতের আনুমানিক বয়স ৪৫ বছর হবে বলে জানায় পুলিশ। তার পরনে শার্ট-প্যান্ট এবং জুতা ছিল। তবে, নিহতের সঙ্গে থাকা মোবাইলে ফোন আসছিল বলে জানায় সেখানে উপস্থিত কয়েকজন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধারের চেষ্টা চলছে।