অগ্রবাণী ডেস্ক | ২৫ মে ২০১৭ | ১০:২৮ পূর্বাহ্ণ
নওগাঁর পত্নীতলায় দুইটি ককটেলসহ রাসেল নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে ব্যাগে করে ককটেল নিয়ে যাওয়ার সময় উপজেলার বাসস্ট্যান্ডে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে।
এ সময় রাসেলে সঙ্গে থাকা আরো ৬-৭ কিশোর পালিয়ে গেছে। আটক রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে। আটককৃত রাসেল চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৫টার দিকে উপজেলার নজিপুর বাসষ্টান্ড এলাকায় দিয়ে ৭-৮ কিশোর হেটে জেলার সাপাহার উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় এক কিশোরের হাত থেকে একটি ব্যাগ পরে গিয়ে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় বাসষ্টান্ড এলাকার নিরাপত্তা প্রহরীরা শব্দ পেয়ে ধাওয়া করে রাসেল নামে এক কিশোরকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে ওই ব্যাগ থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল ও তালা ভাঙ্গার একটি যন্ত্র উদ্ধার করেছে পুলিশ।
থানার ওসি মোজাহার হোসেন জানান, পনেরো-ষোলো বছরের এই কিশোররা কেন ককটেল নিয়ে এলাকায় এসেছিল তার ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।