
ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৩ জুলাই ২০২২ | প্রিন্ট
হস্তশিল্পীদের তৈরি ঝুড়ি, মৃৎপাত্র, দেয়ালে ঝুলানোর সামগ্রী, হাত ব্যাগ, ভ্রমণ ব্যাগ, খেলনা, ছাইদানি, কার্পেট, নকশিকাঁথা ইত্যাদি পণ্যের বাজারে কদর রয়েছে। এ খাতে বিনিয়োগেও তাই এগিয়ে আসছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। ‘সুকন্যা’র পরিচালক সুরাইয়া ইয়াসমিন এমনই এক তরুণ উদ্যোক্তা। যশোরের মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই সুরাইয়া ইয়াসমিন দেখেছেন সুঁইয়ের ফোঁড়ে কী করে একটু একটু করে আকার পায় একেকটি নকশিকাঁথা। সেই থেকে সুঁই-সুতার প্রতি আগ্রহ; সখ্যও গড়ে ওঠে দ্রুত।
সুরাইয়ার বেড়ে ওঠা যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামে। যশোরের শেখ আকিজউদ্দীন হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন যশোরের ক্যান্টনমেন্ট কলেজ থেকে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স পাস করে একই বিভাগে তিনি স্নাতকোত্তর পর্যায়ে রয়েছেন।
Posted ১:০২ অপরাহ্ণ | রবিবার, ০৩ জুলাই ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar