আজকের অগ্রবাণী ডেস্ক | ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ২:৩৩ অপরাহ্ণ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসচাপায় তিন পথচারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
নিহতরা হলেন, ওই এলাকার ওয়াজেদ চোকদার (৬৫), রাকিবুল হাসান (২৫) ও মেহেরুন নেছা (৫৫) ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় সোনারতরী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সোনারতরী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও অন্তত ১০ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেছে।