
সাইফুল ইসলাম : | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
ফরিদপুরের নগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এন্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার চাঁদহাট এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে প্রতিষ্ঠিত এই স্কুল এন্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন, উপনেতার পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট এ ভবন নির্মান সম্পন্ন করেন মেসার্স সালেহ এন্ড ব্রাদার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠান।
বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন, থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা, সংসদ উপনেতার ব্যক্তিগত কর্মকর্তা আজাদ হোসেন, নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, নগরকান্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, কবির হোসেন ঠান্ডু, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফতাব হোসেন প্রমূখ।
এর পরে অতিথিরা প্রায় ১৭ লাখ টাকা ব্যায়ে স্কুল এন্ড কলেজের মসজিদ ভবনের ভিত্তিপ্রস্তররের উদ্বোধন করেন।
Posted ৮:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar