
| বুধবার, ১০ জুন ২০২০ | প্রিন্ট
নড়াইলের লোহাগড়া এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাবিল মোল্যা (৫০), মোক্তার মোল্যা (৫৫) ও রফিকুল মোল্য (৪০) নামে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া, নড়াইল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, এলাকার আধিপথ্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সদস্য বিপ্লব ও মিরাজ মোল্লার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বিকেলে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিরাজ মোল্লার পক্ষের হাবিল মোল্যা (৫০), মোক্তার মোল্লাকে (৫৫) মৃত ঘোষণা করে।
অন্যদিকে, মোল্লার পক্ষের গুরুতর আহত রফিকুল মোল্যকে (৪০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফুলতলা এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এলাকার আধিপথ্য বিস্তারকে কেন্দ্র করে এ হতাহতে ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Posted ৮:০৯ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar