
ডেস্ক | রবিবার, ০৮ মার্চ ২০২০ | প্রিন্ট
২০১৮ সালে কিনেছিলেন অডি এথ্রি মডেলের একটি গাড়ি। ব্যবহার করেছেন দুই বছর।
এবার নুসরাত ফারিয়া কিনলেন টয়োটা সিএইচআর মডেলের নতুন একটি গাড়ি।
গতকাল নীল রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে হাসিমুখের একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্যাপশনে লেখেন, ‘নিউ রাইড।’ উল্লেখ্য, ফারিয়া এখন তিনটি গাড়ির মালিক—টয়োটা জি করোলা, অডি এথ্রি ও সিএইচআর।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar