হাবিব মোস্তফা | ১৬ জুলাই ২০১৭ | ৩:২৮ অপরাহ্ণ
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এ প্রজন্মের সংগীতশিল্পী শিমুল খান। অনেকটা হঠাৎ করেই এই বিয়েটা সম্পন্ন হয়েছে নিউ ইয়র্কে। তার স্বামীর নাম সর্দার ইকবাল। তিনি আবাসন ব্যবসায়ী ও সংগীত অনুরাগী। শিমুল খান ও তার মা গুণী সংগীতশিল্পী দিলরুবা খান কদিন আগেই নিউ ইয়র্ক সফরে যান শো করতে। এই সফরে আরও যান চন্দনা মজুমদার ও জানে আলম। শো করতে গিয়েই বিয়েটা হয় শিমুলের। বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানান দিলরুবা খান।
মেয়ের বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার আর শিমুলের সালাম নেবেন। আমেরিকায় আসার পর একটা পরিবার শিমুলকে দেখে পছন্দ করে। তারপর আমাদের কাছে বিয়ের প্রস্তাব দেন। তানভীর শাহীন (প্রবাসী শিল্পী), জানে আলম, চন্দনা মজুমদার আমাদের সবার খুব পছন্দ হয়। ৩০শে জুন বিয়েটা আমরা দিলাম। আপনাদের দোয়া চাই’।