অনলাইন ডেস্ক | ০৬ এপ্রিল ২০১৭ | ৯:৩৯ অপরাহ্ণ
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে ইতালির বিজ্ঞানীরা। এ পদ্ধতিতে পুরনো দেয়ালকেই ভূমিকম্প সহনশীল করে তোলা সম্ভব হবে।
ইতালির সরকারি গবেষণা কেন্দ্র ইএনইএ’র সঙ্গে মিলে নতুন এক প্রযুক্তি আবিষ্কার করেছে রোমা ত্রে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এ প্রযুক্তির মাধ্যমে পুরনো দেয়ালকেই পাতলা ধাতব জালের মাধ্যমে করে তোলা যাবে ভূমিকম্প সহনশীল।
প্রধান বিজ্ঞানী জেরারদো দে কানিও বলেন,আমরা কৃত্রিম উপায়ে ভূমিকম্পের পরীক্ষা করছি। পাথুরে ও চুনকাম করা দুই ধরণের দেয়ালেই পরীক্ষা চালাচ্ছি। পাথুরে দেয়ালে বাসল্ট ফাইবারের তৈরি জাল আর চুনের দেয়ালে লোহার পাতলা জাল বসানো হয়েছে। শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে দেয়ালকে ভূকম্পন সহনশীল করে তোলা হচ্ছে।
আফ্রিকান-ইউরেশিয়ান টেটনিক প্লেটের মাঝামাঝি অবস্থিত ইতালি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে অন্যতম। গত বছরের অগাস্ট থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত, বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালি। প্রায় ২০০ মানুষ হতাহত হওয়ার পাশাপাশি ধ্বংস হয়েছে মধ্যযুগে নির্মিত অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
ভূমিকম্প বিষয়ক শিক্ষক রোমা ত্রে বিশ্ববিদ্যালয় জিয়ানমার্কো দে ফেলিস বলেন, ইতালির মতো দেশে পুরনো স্থাপনাগুলো বাঁচাতে নতুন প্রযুক্তি খুবই প্রয়োজন। নতুন স্থাপনা নির্মাণেও এ প্রযুক্তি ব্যবহার করা জরুরি। প্রযুক্তিটি কীভাবে কাজ করবে, তা বুঝার জন্য আন্তর্জাতিকভাবে কমিটি গঠন করা হয়েছে। গত ২০ বছর ধরে ভূমিকম্প প্রতিরোধ প্রযুক্তি আবিস্কারের চেষ্টা করছে ইতালির সরকারি গবেষণা সংস্থা ইএনইএ। অবশেষে সফল হলো বিজ্ঞানীরা।