মোঃ মনিরুল হাসান | ০৯ জুলাই ২০১৮ | ৫:১০ পূর্বাহ্ণ
শিবচরের চরাঞ্চলে নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারন করেছে। নদী ভাঙ্গনে আক্রান্ত হয়েছে চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ ৩টি স্কুল।
হাইস্কুলের ভবন সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হলেও প্রাথমিক স্কুল ভবন ২টি নদী মুখে রয়েছে। ভাঙ্গন আক্রান্ত হয়ে অর্ধ শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ায় নিরাপদ স্থানে সরে গেছেন। ভাঙ্গন ঝূকিতে রয়েছে হাট বাজার ইউনিয়ন পরিষদ ভূমি অফিস কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ সহস্রাধিক ঘরবাড়ি।
জানা যায়, গত ২৪ ঘন্টাসহ ২/৩ দিনে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের চরজানাজাত, কাঠালবাড়িসহ ৩টি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এতে চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়,মালেক তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মজিদ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৩টি ভাঙ্গন আক্রন্ত হয়েছে। নিলামের মাধ্যমে অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী সমৃদ্ধ ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ভবন সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। এখনো প্রাইমারি স্কুল ভবন সরানো শুরু হয়নি। তবে ভাঙ্গন ও পানি বাড়ায় চরাঞ্চলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কোনমতে অর্ধ বার্ষিক পরীক্ষা নিচ্ছেন শিক্ষকরা। এদিকে ভাঙ্গনের মুখে চরের অর্ধ শতাধিক ঘর বাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন আক্রান্তরা। ভাঙ্গন ঝূকিতে রয়েছে খাসেরহাট, চরজানাজাত ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকসহ সহস্রাধিক ঘর বাড়ি।