
| শুক্রবার, ০২ জুলাই ২০২১ | প্রিন্ট
জামালপুরের ইসলামপুরে পুরাতন পাইলিং ঘাটে (বীর হাতিজা) ঘুরতে যায়। সেখানে নদীতে গোসল করতে ডুবে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসানুল ইসলাম সিয়াম।
ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সংযুক্ত শিক্ষার্থী ছিলেন। জানা যায়, ওই শিক্ষার্থী সাঁতার কাটতে পারতো না।
তথ্য মতে, গোসল করতে গিয়ে হঠাৎই ডুবে যায় সিয়াম। নদীতে স্রোত থাকায় পাওয়া যাচ্ছিল না তাকে পরে ব্রিজের নিচে বালুর চরে পাওয়া যায় তার মরদেহ। ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে নদীতে ডুবে আমাদের শিক্ষার্থী হারিয়ে যাবে এটা আমাদের জন্য অত্যান্ত বেদনাদায়ক। আমরা তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar